Unknown

Call

অবশ্যই।

এরকম অবস্থানে পৌঁছে আত্মহত্যার পথ বেছে নেয়ার পিছনে প্রধান কারন ব্যক্তিগত জীবনে হতাশা এবং/অথবা পারিবারিক অশান্তি। 

আমাদের চোখে সেলিব্রেটি হওয়া মানেই এরকম নয় যে তাদের জীবন অনাবিল সুখ-শান্তির চাদরে ঢাকা। বরং এসব মানুষদের জীবন সাধারণ মানুষের চেয়ে বহুগুণ বেশি কমপ্লিকেটেড হয়। তাদের নিকট স্বাধীনতা একরকম মরীচিকা বলা চলে। ঘর থেকে বের হতে গেলেই তাদের দেহরক্ষীর প্রয়োজন হয়, জনবহুল স্থানে একাকী যাওয়া তাদের জন্য অসম্ভবপ্রায়, নিজের খুশিমতো একাকী কিংবা ঘনিষ্ঠ কারো সাথে ঘরের বাইরে কোথাও বসে গল্প করার মতো স্বাধীনতাটুকুও সীমাবদ্ধ।

এরা সাধারণত ২৪/৭ ব্যস্ত থাকে, নিজের খ্যাতি ধরে রাখতে স্ট্রাগল করে যেতে হয়। পান থেকে চুন খসলেই তাদের নিয়ে শুরু রাজ্যের আলোচনা-সমালোচনা, ডিপ্রেশন তখন চারদিক ঘিরে থাকে।

এভাবে বেচে থাকা গুটিকয়েক সেলিব্রেটির নিকট অসহ্য হয়ে উঠে, আর অকেশনালি তাদেরই কেউ কেউ মুক্তির পথ হিসেবে আত্মহত্যা করে বসে।


PTN: সকল সেলিব্রেটির জীবন কিন্তু এরকম নয়। সেলিব্রেটিদেরও নানান প্রকারভেদ আছে, তাদের অনেকে আজীবন সুখেই থাকেন, নিজের জীবনটাকে উপভোগ করেন। তাদের মাঝে আত্মহত্যা প্রবণতা একদমই নেই......

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ