shohanrand1

Call

ইসলাম ধর্মে নিজ নামের সাথে পিতার নাম ও বিয়ের পর স্ত্রীর নামের সাথে স্বামীর নাম যুক্ত করার বিধান আছে। আর পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম (আঃ) ইসলাম ধর্মের লোক ছিলেন। সেই সময়েও ইসলামের বিধানই ছিল। তাই এই ব্যাপারটা তখনও ছিল, যদিও এর কোন ঐতিহাসিক ভিত্তি নেই কিন্তু ধর্মীয় ভিত্তি আছে। আর ইতিহাসও ধর্মীয় ভিত্তি থেকে অনেক তথ্য গ্রহন করেছে। আবার পরকালে সব মানুষের নামের সাথে মাতার নাম যুক্ত থাকবে। মাতৃ পরিচয়েই সব মানুষ পরিচিত হবে। তাই বলা যায় এটা মহান স্রষ্টার বিধান। সারা দুনিয়াতেই এর প্রচলন আছে। পূর্বে খুব বেশী ছিল এখন অনেকটা কমে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ