RafiaBegum

Call

তারাবীহ্‌র নামাযের ইমামের পিছনে এশা ছালাত আদায় করতে কোন অসুবিধা নেই। ইমাম আহমাদ বিন হাম্বাল (রহঃ) বলেন, কোন লোক যদি সফরে থাকে আর তথাকার ইমামকে নামাযের প্রথম থেকেই পায়, তবে তার সাথেই সালাম ফেরাবে। নতুবা ইমামের সালামের পর অবশিষ্ট নামায পূর্ণ করবে। বিষয়/প্রশ্নঃ (২২৩) গ্রন্থের নামঃ ফাতাওয়া আরকানুল ইসলাম বিভাগের নামঃ ঈমান লেখকের নামঃ শাইখ মুহাম্মাদ বিন সালিহ আল-উসাইমীন (রহঃ) অনুবাদ করেছেনঃ আবদুল্লাহ শাহেদ আল মাদানি - আবদুল্লাহ আল কাফী

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
হানাফী মাযহাব মতে,  এরূপ নামায শুদ্ধ হবে না।  
নফল বা সুন্নাত নামায আদায়কারীর  পিছনে ফরয আদায় হবে
 না কেননা ফরয হচ্ছে মূল আর নফল বা সুন্নাত হচ্ছে শাখা। শাখার অনুসরণ মূলের দ্বারা সম্ভব নয়।
 পক্ষান্তরে ফরয নামায আদায় কারীর পিছনে নফল বা সুন্নাতের এক্তেদা করা যাবে।
 কিন্তু শাফেয়ী মাযহাবে উভয়টিই বৈধ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিসমিহি তায়ালা।  হাদিস মতে নফল নামজ   আদায়কারির পেছনে ফরজ নামাজ আদায় জায়েজ। (বুখারি) তবে হানাফি ফিকহে এটি জায়েজ নাই। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ