শেয়ার করুন বন্ধুর সাথে
MituShaleh

Call

পটিক্যাল ফাইবার বা ফাইবার কথাটির সাথে আমরা খুবই পরিচিত । ফাইবার অপটিকস শব্দটি দুইটি শব্দের নিয়ে গঠিত হলেও ব্যাপারটি কিন্তু এতো সোজা না । ফাইবার শব্দটির বাংলা অর্থ তন্তু আর অপটিকস শব্দটির অর্থ আলোক সংক্রান্ত বিজ্ঞান ।তাহলে আমরা ফাইবার অপটিকস শব্দটির মাধ্যমে এটা বুঝতে পারি, একটা তন্তুর মধ্যে দিয়ে আলো আনা-নেয়ার যে বিজ্ঞান ।আরও ভালোভাবে বলতে গেলে যে সুক্ষ কাচের তন্তুর মধ্যে দিয়ে তথ্য আদান-প্রদান করার প্রযুক্তি ব্যবহার করা হয় তাকেই ফাইবার অপটিকস বলে ।আজ আমরা অসাধারন এই প্রযুক্তি যাঁদের অবদানে সমৃদ্ধ হয়েছে,সেই সব ব্যাক্তির নাম এবং এর আবিষ্কারের ইতিহাস জানবো ।পরের পর্বে আমরা এই প্রযুক্তির বিস্তারিত কৌশল জানবো। সেই ১৮৮০ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল আমাদের মাঝে একটি নতুন যন্ত্রর পরিচয় করেন তাঁর নাম “ফটোফোন” ।এই ফটোফোন কাচ এবং সেলেনিউম ডিটেক্টরের মাধ্যমে আলোর মধ্যে দিয়ে শব্দ তরঙ্ঘ পাঠাত । কিন্তু আলোর মধ্যে দূরে শব্দ তরঙ্গ পাঠানোতে একটু অসুবিধা ছিল । পৃথিবীর বায়ু মণ্ডলের মধ্যে এই শব্দ দূরবর্তী স্থানে পাঠালে তা ক্রমশই দুর্বল হয়ে যায়- বিভিন্ন কারণে।পরবর্তীতে একজন ইংরেজ বিজ্ঞানী জন এ বেয়ার্ড ১৯৩০ সালে এবং একজন আমেরিকান বিজ্ঞানী হান্সেল্ টেলিভিশন ইমেজকে দূরবর্তী কোথায় পাঠানোর পেটেন্ট পান ।এর কয়েক বছর পর একজন জার্মান বিজ্ঞানী লাম্ম খুব সফল ভাবে একটি একক কাচের তন্তুর মধ্যে দিয়ে ছবি পাঠান দূরবর্তী কোন জায়গায় ।ঐ সময় পর্যন্ত আলোক তন্তুর ব্যাপারটি শুধু মাত্র গবেষনাগারেই সীমাবদ্ধ ছিল ।পরবর্তীতে ১৯৫১ সালে বিজ্ঞানী হেল্ল,হপকিন্স এবং কাপানে এই আলোকে কয়েকটা তন্তুর মধ্যে দিয়ে সফলভাবে পাঠাতে সমর্থ হন ।১৯৫৮ সালে চার্লেস তওনেস এবং আরথার সচাওলও আলোককে বর্ধিত করে দূরবর্তী স্তানে পাঠানোর কাজে সফল হন – যেখানে তাঁরা আলোককে লেজার রশ্মি তে পরিবর্তন করেন। তার দুই বছর পর থেওদর মাইমান প্রথম আলোক মেসর বানাতে সক্ষম হন ।১৯৬০ সালে লেজার রশ্মি আবিষ্কার হয় ।এই লেজার রশ্মি উচ্চ তরঙ্গতে ,উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং অধিক সংকেত পাঠাতে পারত ।এই লেজর রশ্মির আবিষ্কার অপটিক্যাল ফাইবার যোগাযোগের ক্ষেত্রে গুরত্তপুর্ন ভুমিকা পালন করে ।১৯৬৭ সালে কাও এবং বুখাম যোগাযোগ বাবস্ততার জন্য আবরণ যুক্ত ফাইবার কাবল ব্যাবহারের জন্য প্রস্তাব করেন ।১৯৭০ সালে বেল কমিনাকাতিওন ল্যাব র তেতে সফল ভাবে ১ বিলিয়ন তথ্য ৬০০ মাইল দূরে ফাইবার কাবল এর মাধ্যমে পাঠাতে সক্ষম হন ।১৯৭০ এবং ১৯৮০ এর দিকে এই কাবল এর ব্যাপক উন্নতি হয় ।পরবর্তীতে বিভিন্ন দেশ এই প্রযুক্তি ব্যবহার শুরু করে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ