শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আধুনিক ডিজেল ইঞ্জিনের আবিষ্কারক রুডলফ ডিজেল (জঁফষড়ভ উরবংবষ) ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৮৫৮ সালের ১৮ মার্চ জš§গ্রহণ করেন। প্যারিসের এই বিজ্ঞানী ১৮৯২ সালে আরেক ধরনের ইঞ্জিন আবিষ্কার করেন তার নাম ডিজেল ইঞ্জিন (উরবংবষ ঊহমরহব)। এর আগে মানুষ কাজ চালাত বাষ্পীয় ইঞ্জিন দিয়েই। জেমস ওয়াট আবিষ্কৃত এই বাষ্পীয় ইঞ্জিনগুলোর তিনটি বেশ বড় সমস্যা ছিল। এর একটি হলো, এগুলো আকারে ছিল বেশ বড়। দ্বিতীয় সমস্যা ছিল, এগুলো ছিল যথেষ্ট ব্যয়বহুল এবং তৃতীয় সমস্যা ছিল, এ ধরনের ইঞ্জিনগুলোতে প্রচুর জ্বালানির অপচয় হতো। বাষ্পীয় ইঞ্জিনগুলোর এ ধরনের সব সমস্যা থেকেই মানুষ রেহাই পায় রুডলফ ডিজেলের ডিজেল ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে। ডিজেল ইঞ্জিনের জ্বালানি হলো অন্য শ্রেণীর। বাস, ট্রাকসহ বড় বড় যানবাহন যেগুলোকে অনেক লোড নিতে হয় সেগুলোতে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। সূত্র: ইন্টারনেট

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ