শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিশ্বে বাষ্পীয় ইঞ্জিন এক নবযাত্রার সূচনা করে। শিল্প বিপ্লবের ক্ষেত্রে এই আবিষ্কার বিশেষ ভূমিকা রাখে। রেলগাড়িতে প্রথম যে ইঞ্জিন ব্যবহƒত হয়েছিল তা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন। কিন্তু কিভাবে আবিষ্কৃত হলো এই বাষ্পীয় ইঞ্জিন। স্কটিশ বিজ্ঞানী জেমস ওয়াট এই বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক। তার মধ্যে বিদ্যমান ছিল এক উদ্ভাবনী ক্ষমতা। তিনি ইউনিভার্সিটি অব গ্লাসগোতে শিক্ষাকালীন সময়ে বাষ্পীয় ইঞ্জিনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। জেমস ওয়াট ১৭৬৪ সালে টমাস নিউকমেন এর উদ্ভাবিত ইঞ্জিন মেরামত করা পর্যবেক্ষণ করেন। এই থেকে তার মধ্যে আরো উন্নত ইঞ্জিন উদ্ভাবনের চিন্তা মাথায় আসে। ১৭৬৯ সালে তিনি প্রথম বাষ্পীয় ইঞ্জিন পেটেন্ট করান। সেই ইঞ্জিনে স্বতন্ত্র কনডেন্সিং চেম্বার এবং স্টিম সিলিন্ডার ছিল। এরপর ১৭৮২ সালে তিনি দ্বিগুণ ক্ষমতাসম্পন্ন বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করতে সক্ষম হন। বিজ্ঞানী জেমস ওয়াট সিলিন্ডারকে বারবার উত্তপ্ত ও ঠাণ্ডা করার প্রক্রিয়ার মধ্যে সনাতন ইঞ্জিনের মাত্রাতিরিক্ত শক্তিক্ষয়ের ব্যাপারটি বুঝতে পেরেছিলেন। বিজ্ঞানের তাত্ত্বিক জ্ঞানের বাস্তব প্রয়োগে কুশলী জেমস ওয়াট উন্নততর পৃথক কনডেন্সার প্রবর্তন করেন। ফলে বাষ্পীয় ইঞ্জিনের কার্যকারিতা বেড়ে যায় এবং খরচ কমে আসে। সুত্রঃ দৈনিক মানবকন্ঠ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ