শেয়ার করুন বন্ধুর সাথে
tipu

Call

গ্রিক শব্দ টেলি অর্থ দূরত্ব , আর লাতিন শব্দ ভিশন অর্থ দেখা। ১৮৬২ সালে তাঁরের মাধ্যমে প্রথম স্থির ছবি পাঠানো সম্ভব হয়। এরপর ১৮৭৩ সালে বিজ্ঞানী মে এবং স্মিথ ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে ছবি পাঠানোর পদ্ধতি আবিষ্কার করেন। যুক্তরাজ্য বা ইংল্যান্ড-ব্রিটিশ বিজ্ঞানী- সক্রিটিস বিজ্ঞানী - জন লোগি বেয়ার্ড ১৯২৬ সালে প্রথম টেলিভিশন আবিষ্কার করেন এবং সাদা কালো ছবি দূরে বৈদ্যুতিক সম্প্রচারে পাঠাতে সক্ষম হন। এর পর রুশ বংশউদ্ভুত প্রকৌশলী আইজাক শোয়েনবারগের কৃতিত্তে ১৯৩৬ সালে প্রথম টিভি সম্প্রচার শুরু করে বিবিসি। টেলিভিশন বানিজ্যিক ভিত্তিতে চালু হয় ১৯৪০ সালে। অতপর ১৯৪৫ সালে যন্ত্রটি পূর্ণতা লাভ করে। দ্বিতিয় বিশ্বযোধের পর টেলিভিশন উলেখযোগ্য পরিবরতান সূচিত হয়। বিংশ সতকের ৫০ এর দশকে টেলিভিশন গনমাধমে ভুমিকায় উঠে আসে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ