শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

নিজের অজান্তেই আপনি কি অন্য মানুষদের কাছে বোরিং হয়ে গিয়েছেন? ভাবছেন, অন্যদের কাছে নিজেকে আকর্ষণীয় হিসেবে উপস্থাপন করবেন কিভাবে? আকর্ষণীয় বেশ কিছু মানুষের জীবনধারণ পর্যবেক্ষণ করে দেখা গেছে, তাদের সাতটি বিষয় প্রায়ই মিলে যায়। এসব নিয়েই বিজনেস ইনসাইডার অনুসরণে সাতটি পরামর্শ। ১. একঘেয়ে হবেন না আমরা অনেকেই নিজেকে আকর্ষণীয় মনে করি। ফলে অজান্তেই যে কখন নিজেদের একঘেয়ে বানিয়ে ফেলি তা জানতেও পারি না। তবে সুখবর হল, কেউ যদি ঠিকভাবে চেষ্টা করেন, তাহলে নিজেকে একঘেয়ে হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন। ২. ভালো শ্রোতা হয়ে উঠুন আকর্ষণীয় মানুষরা সারা দিন মজা করেন আর অন্যরা তা শোনেন, এমন কোনো ব্যাপার নেই। অন্যকে মুগ্ধ করার আগে তাদের কথাও শুনতে হয়। ৩. অন্যদের আগ্রহের বিষয় নিয়ে আলোচনা করুন অন্য মানুষের আগ্রহের বিষয়, শখ ইত্যাদি জেনে নিন। এরপর সেসব বিষয় নিয়ে আলোচনা করুন। এর মাধ্যমেই তাদের ৮০ ভাগ কাছে চলে যেতে পারবেন। ৪. হাতে রাখুন তিনটি আকর্ষণীয় গল্প আকর্ষণীয় এমন তিনটি নতুন গল্প সবসময় মাথায় রাখুন, প্রয়োজনে ব্যবহার করুন। ৫. কৌশলের কথা ভুলবেন না কমেডিয়ানরা শুধু গল্পই বলেন না, তারা তা অভিনয় করেন। কথার সঙ্গে সঙ্গে প্রয়োজনে আবেগ ব্যবহার করুন। কথার পাশাপাশি সেগুলোও গুরুত্বপূর্ণ। ৬. আকর্ষণীয় স্থান ব্যবহার করুন সঙ্গীত শিল্পীদের আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য কনসার্টের অবদান রয়েছে। সেখানে মানুষের ভিড়সহ সবকিছু মিলে এ আকর্ষণ তৈরি হয়। এভাবে কোনো প্রিয় স্থানের মাধ্যমে মানুষের কাছাকাছি যাওয়া সম্ভব। ৭. আকর্ষণীয় জীবনযাপন করুন আপনি যদি একজন বীর হতে চান তাহলে বীরের মতো জীবনযাপন করুন। আকর্ষণীয় মানুষদের সঙ্গে চলাফেরা করুন। আপনার আশপাশের মানুষ দ্বারা আপনার ব্যবহার প্রভাবিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ