শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

বর্তমান যুগে কম্পিটার ছাড়া চিন্তা করা যায় না । আর কোন একটি বিষয়ে দক্ষ হওয়ার অর্থ হচ্ছে বিষয়টি আপনার হাতের নাগালে রাখা। আপনি যদি কম্পিউটার বিষয়ে দক্ষ হতে চান তাহলে আপনাকে কম্পিউটারের এলাকাগুলো (ধৎবধ) সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এটার সকল বিষয় ভাল ভাবে জানা থাকা উচিৎ । এটা একটি সময় এবং ধৈর্য সাপেক্ষ ব্যাপার। কিন্তু একবার আয়ত্তে আনতে পারলে জটিল থেকে জটিল সমস্যাও সাধারণ বলে মনে হবে। নিচে এ বিষয় গুলো দেওয়া হলো। ১। কম্পিউটার দক্ষ একজন বাক্তিকে অবশ্যই কম্পিউটারের যন্ত্রাংশ সম্পর্কে ধারনা থাকতে হবে। ২। ধাপে ধাপে শিখতে শুরু করুন। উইন্ডোজের অপারেটিং সিস্টেম দ্বারা শুরু করা ভাল। উইন্ডোজেরের সাধারণ কাজ থেকে শুরু করুন এবং আগ্রহের সাথে চালিয়ে যান। সেই সাথে উইন্ডোজ রেজিসট্রি এর কাজ করতে শিখুন। ৩। তারপর আপনাকে অবশ্যই সাধারণ প্রোগ্রামিং ভাষা ‘সি’-এ পূর্ণ জ্ঞান লাভ করতে হবে। কোন ভাবেই মাঝ পথে শেখা ছাড়বেন না, নতুবা এটি কোন কাজেই লাগবে না। ৪। তারপর উইন্ডোজ প্রোগ্রামিং করতে শিখুন ভিসুয়াল স্টুডিও ৬.০ দ্বারা। ৫। এখন সময় হল উইন্ডোজকে বাদ দিয়ে লিনাক্সে ঢুকে পরা। ফেডোরা বা উবুন্টু দুইই ভাল অপশন। ৬। ভালভাবে শেল স্ক্রিপ্টিং শিখুন। যতটা সম্ভব কমান্ডগুলো মনে রাখার চেষ্টা করুন। ৭। কম্পিউটারের গঠন প্রণালী ও অপারেটিং সিস্টেমের কাঠামো সম্পর্কে ধারনা নিন। ৮। আপনি যখন উপরের ধাপগুলো পেরিয়ে এসেছেন, এখন আপনি একটি কম্পিউটার হার্ডওয়্যার বা নেটওয়ার্কিং কোর্সে যোগ দিতে প্রস্তুত। ৯। এখন আপনি নিজে নিজেই দক্ষ হওয়ার পথ বা বিষয় নির্বাচন করতে সক্ষম। ১০। উপরের সবকয়টি ধাপ পেরুনোর পর আপনি এখন কম্পিউটারের প্রায় সব ধরনের সাধারণ কার্যাবলী সম্পর্কে পূর্ণ জ্ঞান রাখেন। আপনার চারপাশের লোকজনেরা নিজে থেকেই আপনাকে দক্ষ হিসেবে চিহ্নিত করবে। কোনভাবেই হাল ছাড়বেন না। এতগুলো বিষয় শিখতে সময় লাগাটা স্বাভাবিক। চেষ্টা চালালে তা নিশ্চিতভাবে ভাল ফলাফল নিয়ে আসবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ