Share with your friends
Call

থ্রী জি (ইংরেজি: 3G) হলো থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম - এর সংক্ষিপ্ত রূপ। এটি হলো তৃতীয় প্রজন্মের তার বিহীন নেটওয়ার্ক প্রযুক্তি। ৩জি এর সর্বোচ্চ গতি ৩.১ Mbps।

ফোর জি (ইংরেজি: 4G) হলো ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্ম শব্দটির সংক্ষিপ্ত রূপ। এটি ব্যবহৃত হয় চতুর্থ প্রজন্মের তারবিহীন টেলিযোগাযোগ প্রযুক্তিকে বুঝাতে। এটি তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ প্রযুক্তির উত্তরসূরি। ৪জি এর সর্বোচ্চ গতি ১০০-৩০০ Mbps।

 

Talk Doctor Online in Bissoy App

১. EDGE, EV-DO, HSPA হলো থ্রী জি'র ড্যাটা প্রটোকল

     HSPA+, LTE, Wi-Max হলো ফোর জি'র ড্যাটা প্রটোকল

২. থ্রী জি'র স্পিড প্রতি সেকেন্টে  400kb - 2mb 

    ফোর জি'র স্পিড প্রতি সেকেন্টে 3.5mb - 13mb 

 

 

Talk Doctor Online in Bissoy App