ANDROID version এ জিমেইল আইডি আর apple ios এ apple আইডি ব্যাবহার করা হয় কেন ?
Share with your friends

এন্ড্রোয়েড গুগল প্লাটফর্মে তৈরি তাই জিমেইল ব্যবহৃত হয় আর এ্যপলে আইফোন অপারেটি সিস্টেমে তৈরি

Talk Doctor Online in Bissoy App

জিমেইল শুধুমাত্র একধরনের মেইল/যোগাযোগ মাধ্যম,যেভাবে আমরা ফোন নুম্বার ব্যবহার করি, কয়েকটি জনপ্রিয় মেইল সেবা দানকারি প্রতিষ্ঠান হচ্ছেঃ ইয়াহু মেইল, হট মেইল, ইত্যাদি। এর এই সকল মেইল দিয়ে আপনি যে আপনি যেকোন কোম্পনিতে সাবস্ক্রাইব করতে পারবেন, যেমন ফেইসবুক/টুইটার ইত্যাদিতে একাউন্ট করতে পারবেন। এখন কথা হচ্ছে এ্যাপল একাউন্ট কি?, এ্যাপল একাউন্ট হচ্ছে এ্যাপ্ল ব্যাবহার কারীদের নিরাপত্তা ও বিভিন্ন সুবিধা প্রাপ্তির জন্য তৈরী করা একটি একাউন্ট, যা আপনি জিমেইল, হটমেইল, ইয়াহু মেইল, বা আই-ক্লাউড যেকোন মেইল একাউন্ট দ্বারা খুলতে পারবেন। আশা করি বিষয়টি বুঝাতে পেরেছি, যদি কিছু না বুঝেন তাহলে বলবেন ঃ)

Talk Doctor Online in Bissoy App