Share with your friends
Sanjoyrand1

Call

ধাপ – ১: একটি বাইনারী সংখ্যার প্রতিটি বিটকে উল্টিয়ে দিলেই উক্ত সংখ্যাটির 1’s কমপ্লিমেন্ট পাওয়া যাবে। অর্থাত বাইনারী সংখ্যাটির প্রতিটি 1 কে 0 তে এবং প্রতিটি 0 কে 1 এ রূপান্তর করে সংখ্যাটির 1’s কমপ্লিমেন্ট পাওয়া যাবে। যেমনঃ (101100)2 এর 1’s কমপ্লিমেন্ট 010011

উপরোক্ত সূত্র, সজ্ঞা এবং উদাহরণসমূহ পর্যালোচনা করে আরো বুঝা যায় যে, (r–1)’s কমপ্লিমেন্ট এর সাথে r–m যোগ করে সংখ্যাটির r’s কমপ্লিমেন্ট নির্ণয় করা যায়।    

উদাহরণসরূপঃ (101100)2 বাইনারী সংখ্যার 1’s কমপ্লিমেন্ট 010011 এর সাথে r–m=(2–0)10=(1)10=(1)2 যোগ করলেই 2’s কমপ্লিমেন্ট নির্ণয় করা যাবে। যেমনঃ 010011 + 000001 = 010100, অতএব, (101100)2 এর 2’s কমপ্লিমেন্ট 010100  

উপরোক্ত পদ্ধতিটিকে সূত্রের বিকল্প সহজতর পদ্ধতি বলা যেতে পারে।

Talk Doctor Online in Bissoy App