শেয়ার করুন বন্ধুর সাথে
Sanjoyrand1

Call

এই কোষের প্রধান বৈশিষ্ট্যগুলি হল এই যে : [i] আদর্শ কোষের সুগঠিত নিউক্লিয়াসটি নিউক্লিয়-পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম ও নিউক্লিওজালক নামে চারটি অংশ নিয়ে গঠিত । [ii] আদর্শ কোষের সাইটোপ্লাজমে পর্দা-ঘেরা নানারকম কোষ অঙ্গাণু থাকে । [iii] আদর্শ কোষের নিউক্লিয়াস অঞ্চলটি নিউক্লিও পর্দা দিয়ে ঘেরা থাকায় সরাসরি সাইটোপ্লাজমের সংস্পর্ষে থাকে না । [iv] আদর্শ কোষের নিউক্লিয়াসে একাধিক ক্রোমোজোম থাকে । [v] আদর্শ কোষে সাধারনত মাইটোসিস অথবা মিয়োসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয় ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ