RushaIslam

Call

কোষ হল সকল জীবের গাঠনিক এবং কার্যকরি একক। এটি জীবের ক্ষুদ্রতম একক জীবিত একক, অর্থাৎ একটি কোষকে পৃথকভাবে জীবিত বলা যেতে পারে। এজন্যই একে জীবের নির্মাণ একক নামে আখ্যায়িত করা হয়।বব্যাকটেরিয়া  এবং এ ধরনের কিছু জীব এককোষী। কিনতু মানুষ সহ পৃথিবীর অধিকাংশ জীবই বহুকোষী। (মানব দেহে প্রায় ৩৭ ট্রিলিয়ন কোষ রয়েছে। একটি কোষের আদর্শ আকার হচ্ছে ১০ মাইক্রোমিটার এবং ভর হচ্ছে ১ ন্যানোগ্রাম)। জানামতে বৃহত্তম কোষ হচ্ছে  উটপাখির ডিম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কোষ জিনিসটা আসলে এরকম- ধরুন একটা জীবের দেহ  যখন গঠন করা হয় তখন অবশ্যই সেটা কোন না কোন ক্ষুদ্র অংশ দিয়ে তৈরি হয়।  প্রানি বা উদ্ভিদ দেহের এই ছোট্ট অংশকে কোষ বলে। যখন এই অংশ একাধিক অংশে মিলিত হয় তখন তাকে বহুকোষী উদ্ভিদ /প্রানি। তবে একটু ভেবে দেখলে বুঝবেন কেন ছত্রাকে এককোষি জীব বলা হয়। কারণ তার মাত্র একটি কোষ থাকে। সাধারণত মানব কোষ ১টা থেকে দুইটা,দুইটা থেকে ৪টি  কোষ উৎপান্ন করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Rubidium

Call

আমি বুঝিয়ে দিচ্ছি একটা পুরো দেওয়াল চিন্তা করুন সেই দেওয়াল আপনার শরীর আর দেওয়ালের যে এক একটা ইট সেগুলো কোষ আর এজন্য বলা হয় শরীরের গঠন একক কোষ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লোয়ী এবং সিকেবীজের মতে যারা নিজের প্রতিরূপ নিজেই তৈরী করতে পারে তাদের কোষ বলে।জীবদেহ কোটি কোটি কোষ দ্বারা গঠিত আবার এসব কোনো কারনে যদি সজীবতা হারায় তাহলে কিন্তু আমাদের দেহের চলন বন্ধ হয়ে যাবে এককথায় কোনো কাজ করা সম্ভব হবেনা।তাই কোষকে যদি জীবদেহের গঠন ও কাজের একক বলা হয় তাহলে ভুল বলা হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ