Call

প্রথমেই বলছি আগুন কোন বৈজ্ঞানিক নাম নয়। এটি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি শব্দমাত্র। এটি কোন পদার্থ নয় তবে পদার্থ থেকে তৈরি তাপ ও আলোক শক্তির সম্মিলিত রুপ। আগুন উৎপাদনকারী পদার্থ দু ধরনের হতে পারে; দাহ্য এবং অদাহ্য। দাহ্য পদার্থ এর কণিকাসমুহ অল্প উত্তাপ বা হালকা সংঘর্ষের কারনেই বিক্রিয়ার মাধ্যমে তাপ উৎপন্ন করে এবং দ্রুত বিক্রিয়ার মাধ্যমে আকার পরিবর্তন করে বা অন্য পদার্থে পরিণত হয়, সেইসাথে আলো বিকিরন করে। যেমনঃ পেট্রোল, মিথেন গ্যাস ইত্যাদি। আবার অদাহ্য পদার্থ যথাযথ উত্তাপ পেলে তা থেকে তাপ গ্রহন করে উত্তপ্ত হয় এবং ধীর বিক্রিয়ার মাধ্যমে আকার পরিবর্তন করে বা অন্য পদার্থে পরিণত হয়, সেইসাথে আলো বিকিরন করে। যেমনঃ কাঠ, কয়লা ইত্যাদি। উভয় ক্ষেত্রেই পদার্থ থেকে এই উৎপন্ন তাপ, আগুনের উষ্ণতা এবং বিকিরিত আলো, আগুনের (দৃশ্যমান) আকার প্রদানের জন্য দায়ী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ