শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আল ওয়ালা ওয়াল বারা এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য কোন ব্যক্তি, বস্তু বা কাজকে ভালবাসা ও আল্লাহর জন্যই কোন ব্যক্তি, বস্তু বা কাজকে ঘৃণা করা। যে কাজে আল্লাহ তায়ালার সন্তুষ্টি সেই কাজের জন্যই যে কোন কিছু ভালোবাসা। পক্ষান্তরে যে কাজে-কর্মে আল্লাহ তায়ালার অসন্তুষ্টি তা মনে-প্রাণে ঘৃণা করা। উদাহরণ স্বরুপ আল-ওয়ালাঃ কথা, কাজ, বিশ্বাস এবং স্বতন্ত্র ব্যক্তিত্বগণ কিছু জিনিস যা আল্লাহ তায়ালাকে সন্তুষ্ট করে সেগুলো হচ্ছে, আল্লাহর স্মরণ 'যিকির', আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর একত্বে বিশ্বাস করা এবং মুমিনদের ভালবাসা। ওয়াল বারাঃ গীবত, যিনা, শিরক এবং কুফর হচ্ছে এমন কতগুলো জিনিস যা আল্লাহ তায়ালা ঘৃণা করেন এবং এগুলো মুমিনদেরকেও অবশ্যই ঘৃণা করতে হবে৷ হাদিসে এসেছে, যে কেউ আল্লাহর জন্যই ভালবাসে এবং আল্লাহর জন্যই ঘৃণা করে এবং 'কাউকে কিছু' দিয়ে থাকে আল্লাহর জন্যই এবং 'কাউকে কিছু' দেয়া থেকে বিরত থাকেও আল্লাহরই জন্য; তাহলে তার ঈমান পরিপূর্ণ হলো। [আবু দাউদঃ ৪০৬১] হজরত আবু যর (রাব) থেকে বর্ণিত, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, মানুষের আমল গুলোর মধ্যে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই ভালোবাসা যা আল্লাহর জন্য হয় এবং ওই শত্রুতা যা আল্লাহর জন্য হয়। [সুনানে আবু দাউদঃ ৪৫৯৯] আল্লহর জন্য ভালবাসা ও ঘৃণার প্রতিদান হচ্ছে, আল্লাহ কিয়ামত দিবসে বলবেন, আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর ভালোবাসা স্থাপনকারীরা কোথায়? আজ যে দিন আমার ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না, আমি তাদের ছায়া দেব। [সহীহ মুসলিমঃ ৪৬৫৫] আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, সাত ধরনের মানুষকে আল্লাহ তায়ালা ছায়া দেবেন, এর মধ্যে এমন দুই ব্যক্তি রয়েছে যারা আল্লাহর ওয়াস্তে পরস্পরকে মহব্বত করত। আল্লাহর মহব্বতের ওপরই তারা একত্র হতো, আবার আল্লাহর মহব্বতেই পৃথক হতো। [সহিহ বুখারিঃ ৬৬০, সহিহ মুসলিমঃ ১০১৩]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ