শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

ঋন গ্রস্থতার ক্ষেত্রে বাৎসরিক নিয়মে হিসাব করা হয়। ধরুন আজ আপনার কাছে টাকা নাই বরং কিছুটা ঋনি। কিন্তু কিন্তু আপনি যে কারবার বা ব্যবসা করছেন দু তিন মাস পর তা থেকে আপনি সেই পরিমান টাকা নিশ্চিত পাচ্ছেন যা দিয়া ঋন শোধ, ফ্যামিলি খরচ হয়েও কুরবানির জন্য টাকা থাকবে। সে ক্ষেত্রে কুরবানি দিতে হবে। কিন্তু যদি এমন উৎস না থাকে, সর্বোচ্চ ঐ বছরের ভেতর সামর্থ মত টাকা ইনকামের নিশ্চয়তা না থাকে তবে কুরবানি ফরয নয়। ( রেফারেন্স হাদিস দিতে পারছিনা। আপত্তি থাকলে অবশ্যই বিনা সংকোচে লুকিয়ে দিবেন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ