Call

নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজয়াদি।ঃ ★*★*★*★*★*★*★*★ ১।জাতিয় সনদ। ২। জম্ম নিবন্ধন অনলাইন কপি। ৩।আব্বা --আম্মার, আই ডি কার্ড কপি। ৪।বিদুৎ বিল, ৫।আব্বার নামে জায়গার খতিয়ান কপি। ৬।হোল্ডিং টেক্সের রশিদ। বিবাহিত মহিলাদের জন্য বাড়তি প্রয়োজন ৭।স্বামীর আই ডি কার্ড কপি। ৮।বিবাহের কাবিন নামার কপি। ভোটার হতে মা বাবার স্বাক্ষর লাগে না কিন্তু আপনার/আবেদনকারীর স্বাক্ষর লাগবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

তেমন কিছু লাগেনা ভোটার হতে। শুধু বাবা মায়ের আইডি নং, এবং আপনার জন্ম নিবন্ধন কার্ড। সেটা যদিও না থাকে তাহলে পাবলিক পরিক্ষার মার্রসিট অথবা এডমিড কার্ড নিয়ে যেতে হয়। এবং সেখানে যা হয় সেটি হল।প্রথমে তোমাকে নাম লিখতে হবে, ফিঙ্গার করাবে চোখের ছাপ নিবে।আর কিছু লাগে না।তাই তুমি একাই গিয়ে করতে পারবা এই জিনিস গুলো সঙ্গে নিয়ে গেলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ