শেয়ার করুন বন্ধুর সাথে

স্কিটো সিমের সুবিধা গ্রামিনফোনের স্কিটো সিমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম দামে ইন্টারনেট সেবা। এই সিমটি বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছে। এতে পাবেন হাই স্পীড ইন্টারনেট তাও আবার পানির দামে। স্কিটো যখন যাত্রা শুরু করেছিল তখন ইন্টারনেট প্যাকের দাম খুব কম ছিল। স্কিটো সিমের ইন্টারনেট ব্যালেন্স চ্যাক অন্যান্য অপারেটরদের অভিযোগের কারণে ও বিটিআরসির নির্দেশনায় তাতে কিছু পরিবর্তন আসে। এখন আগের সেই প্যাক গুলো না থাকলেও নতুন প্যাক গুলোও কগুব খারাপ নয়। বর্তমানে স্কিটো সিমে মোট প্রমো ডিলস প্যাক রয়েছে। মূলত প্রমো ডিলসগুলোর দামই কম। Advertisements রেডি প্যাকগুলোর সাধারন দাম। প্রমো ডিলসগুলো খুবি সাশ্রয়ী। নিচে বর্তমান (২৪/০১/২০১৯) প্রমো ডিলসগুলো দেওয়া হলো। জ্যাকেটঃ ৮ জিবি/ ১৯৮ টাকা, মেয়াদ ১ মাস সুয়েটারঃ ৩ জিবি/৯৮ টাকা, মেয়াদ ১ মাস ভাপা পিঠাঃ ৪ জিবি/৪৯ টাকা, মেয়াদ ৪ দিন কম্বলঃ ১২ জিবি/২৮৯ টাকা, মেয়াদ ১ মাস ফুলকপিঃ ১ জিবি/২৯ টাকা, মেয়াদ ৫ দিন কুয়াশাঃ ২ জিবি/৩৩ টাকা, মেয়াদ ২ দিন গরম চাঁঃ ১.৫ জিবি/৫৩ টাকা, মেয়াদ ১০ দিন স্কিটো সিমের ইন্টারনেট প্যাক স্কিটো সিমে ইন্টারনেট প্যাকের সাথে কথা বলাতেও পাবেন স্পেশাল কল রেট। যেকোন সিমে মিনিটে সকল প্রকার ভ্যাট সহ কল রেট মাত্র ৫০ পয়সা। তাও আবার ১ সেকেন্ড পালস। স্কিটো বলছে কয়েকদিন পরপর (সাধারণত ৩ মাস) তাদের প্রমো ডিলস গুলো পরিবর্তন হবে। তবে নতুন যে প্যাকগুলো আসবে সেগুলোতেও ইন্টারনেটের মূল্য অনেক কম থাকবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ