শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভর ♦ ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। ♦ ভর স্কেলার রাশি। ♦ ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম (Kg)। ♦ সাধারণ নিক্তির সাহায্যে ভর পরিমাপ করা হয়। ♦ অণুর ওপর নির্ভর করে। ওজন ♦ কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে। ♦ ওজন ভেক্টর রাশি। ♦ ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন। ♦ স্প্রিং নিক্তির সাহায্যে ওজন পরিমাপ করা হয়। ♦ অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভর করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ