বয়স 18 বছর। আজ 7 /8 দিনের মতো হচ্ছে তার বুকে সমস্যা ।  এর আগে এমন ছিলো না।   আপনা আপনি বুক থেকে গারো দুধ বেরিয়ে আসতেছে। ব্যথা ছিলোনা এখন খুব ব্যথা হচ্ছে। এর কারন কি,,,, তারা তারি জানাবেন please..?                  
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দুধ বের হওয়ার সাথে কি বুকে ব্যথা আছে অথবা জ্বর আসে? বুকের রঙ কি বেশি লাল অথবা গরম থাকে?এই উপসর্গ গুলো থাকলে মানে হল বুকের infection অথবা ফোঁড়া হয়েছে।যাকে বলা হয় mastitis।আর যদি উপরে উল্লেখিত কিছু না থাকে, তাহলে হতে পারে, হরমনের কারনে সাল দুধের মত তরল পদার্থ, যেটা নিয়ে এখনি বেশি ছিন্তিত হবেন না। কিন্তু আপনার আসলে কোনটা হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা না করে জানা সম্ভব না। তাই আপনি একজন gynaecologist -এর সাথে শীঘ্রই পরামর্শ করবেন। 
আপাতত বেশি tight জামা পরবেন না। নিয়মিত কোন ঔষধ খেয়ে থাকলে তা বন্ধ করে দেখতে পারেন। কিন্তু এতে যদি কাজ না হয় আর স্তন প্রেস করা ছাড়াও দুধ আপনা আপনি পরতে থাকে বা সাথে যদি রক্ত বের হয় বা রঙ যদি পরিবর্তন হয়য় তাহলে আর দেরি না করে অবশ্যই একজন gynaecologist এর সাথে সাক্ষাৎ করুন।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ