Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য। না আপনি আপনার স্ত্রীর বুকের দুধ খেতে পারবেন না যা ইসলামে নিষেধ করা হয়েছে । তবে আপনি আপনার স্ত্রীকে বলবেন সে  যেনো বেবিকে দিনে ২/১ বার করে দুধ পান করতে দেয় আর এভবে আসতে আসতে দুধ খাওয়া কমাতে বলবেন তবে ওনাকে আরো আগ থেকেই  বেবিকে দুধ ছড়ানোর চেষ্টা করলে ভালো হতো ।যা বেবির ১৭+ বয়স থেকেই ছাড়ানোর চেষ্টা করলে ভালো হতো । 

তবে মনে রাখবেন স্ত্রীর বুকের দুধ খাওয়া স্বামীর পক্ষে খাওয়া হালাল নয়। এবং স্ত্রীর স্তনে দুধ বেশিদিন আটকিয়ে রাখতে বলেব না ।কেনো না দুধ গাঢ় হলে বা শক্ত হলেস্তনে ব্যথা হতে পারে। তাই এখন ওনাকে বলবেন যাতে বেবিকে মাঝে মাঝে বুকের দুধ খাওয়ায় ।

আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ