আমি ছোট থাকতে আমার আব্বুর আইফোনে ভুলে পাসওয়ার্ড লক দিয়ে ছিলাম। তখন বুঝতাম না তাই বার বার খোলার ভুল পাসওয়ার্ড দিতে থাকি এবং প্রথম ৫বার ভুল পাসওয়ার্ড দেওয়ায় ২৫ সেকেন্ডের জন্য ফোন লক হয়...আবার ঠিক হলে আবার ভুল পাসওয়ার্ড দিয়ে ১মিনিটের জন্য তারপর ১ঘন্টা এভাবে এক সময় আইফোন টি ডিসেবল হয়ে যায়...যাইহোক পরে তা কখনো আর ঠিক হয় নি....★★★★★আমার প্রশ্ন হলো আমার android এ আমি পাসওয়ার্ড দিয়ে রাখি এবং হটাত ৫বার ভুল পাসওয়ার্ড পরে যায় আর ২৫ সেকেন্ড এর জন্য লক হয়ে যায় যদিও পরে ঠিক টা দিয়ে খুলেছিলাম...এখন কেউ শত্রুতা করে যদি আমার ফোন বারবার ইচ্ছে করে ভুল পাসওয়ার্ড দিয়ে ফোন লক করতে পারবে কি??????? আর করলেও করনীয় কি হবে আমার তখন?
Share with your friends

ফোন রিকোভারি করতে হবে। করলে, কোনো লক থাকবে না।

Talk Doctor Online in Bissoy App