অনার্স এবং ডিগ্রীর মধ্যে বেশ কিছু পার্থক্য কি কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অনার্স নির্দিষ্ট একটা সাবজেক্টের উপর পড়া হয় আর ডিগ্রি নির্দিষ্ট একটা বিভাগে করা হয়। যেমব কেউ পদার্থে অনার্স করবে এবং বিজ্ঞান নিয়ে ডিগ্রি করে যেখানে পদার্থ, রসায়ন, গণিত থাকবে এমন৷ আবার ডিগ্রি করার পরে যেকোনো একটা বিষয়ে মাস্টার্স করতে হয় BCS এর জন্য কিন্তু অনার্স করলে তার দরকার পরে না। এগুলোই মূল পার্থক্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ