ল (অনার্স)পড়ার ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া শেষ করার পর চাকরির ক্ষেত্রে কি কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তা মূল্যায়ন করা হয়?আমি বলতে চাই কোনো Normal private ইউনিভার্সিটিতে Law পড়লে পরে কোনো সমস্যা হবে কি না?Normal university তে পড়লে খরচের পরিমান টা কম তাই.... . pls কেউ একটু সাজেশন দিন।
Share with your friends

চাকরীর সময় অবশ্যই মূল্যায়ন করা হবে আপনি কোথাই থেকে পড়েছেন।বেসরকারী থেকে সরকারী ইউনিভার্সিটির পড়াশোনার দাম বেশি।

Talk Doctor Online in Bissoy App
Call

চাকরি করার ক্ষেত্রে হয়ত মূল্যায়ন করতে পারে।

কিন্তু বেশিরভাগ মানুষ আইন পড়ে একটা আইনজীবি হওয়ার জন্য, একটি আইনজীবির মূল্যায়ন কিন্তু কোনো ভার্সিটি করে না, তার দক্ষতার মাধ্যমে প্রমান করতে হয়। আপনি যেখান থেকেই অনার্স (আইনে) কম্প্লিট করেন না কেনো, বার কাউন্সিলে পরিক্ষা দেওয়ার যোগ্যতা আছে,  এবং পরিক্ষা দিয়ে পাশ করলেই আপনাকে  সনদ দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু ভার্সিটি মূল্যায়ন হবে না, আপনার যোগ্যতা প্রমান করতে হবে। চাকরির ক্ষেত্রেও বিষয়টা ভিন্ন, তারপরও নিজের দক্ষতাটাই আগে, আইন যতো বেশি শিখবেন তত বেশি দক্ষ হতে পারবেন। 
আশা করি কিছুটা হলেও বুঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ
Talk Doctor Online in Bissoy App