শুক্রাণু পরীক্ষাকে মূলত "স্পার্ম টেস্ট" (Sperm Test) বলা হয়। তাই আপনি স্পার্ম টেস্টের কথা বললেই হবে। স্পার্ম টেস্টের মাধ্যমে স্পার্মগুলি এ্যানালাইসিস করা হয়। এজন্য একে স্পার্ম (শুক্রাণু) টেস্ট বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

কোনো একটি টেস্ট নয়,এক্ষেত্রে অনেকগুলি টেস্ট করা হয়। আপনি হাসপাতালে গিয়ে বলুন আপনি শুক্রাণু পরীক্ষা করাবেন। তারাই সকল টেস্ট গুলি করাবেন। মূলত এক্ষেত্রে ভলিউম,  লিক্যুইফেকশন টাইম, রঙ ইত্যাদি পরীক্ষা করা হয়।শুক্রাণুর মোট সংখ্যা, মোটিলিটি , মর্ফোলজি, ভাইটালিটি ইত্যাদি পরীক্ষা করা হয়।  

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ