Rubidium

Call

আপনি কিছু কাজ করেন।আপনি ওরস্যালাইন পানিতে মিশিয়ে বেশি করে খেতে থাকুন।তাছাড়া ডাবের খান বেশি বেশি।গোসত,মাছ,ডিম,দুধ এগুলো খাবার খাওয়া আপাতত বন্ধ রাখুন।আপনি চিরা খেতে পারেন।তাছাড়া ভাজাপোড়া একদমই খাবেননা।যতো টয়লেট হবে তো শরীর থেকে পানি বেড়িয়ে যাবে।তাই পানির ঘাটতি মেটাতে বেশি বেশি এসব তরল পান করুন।হাটাহাটি না করে বিশ্রাম নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
RushaIslam

Call

আপনি চিকিৎসক এর পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করুন। ডায়রিয়াতে রগের স্যালাইন খুব উপকার দেয়। আপনি রগের স্যালাইন নিতে পারেন।আপনি মেট্রোনিডাজল খেতে পারেন টানা ৩-৭দিন। দুপুরে খাবারের পরে খাবেন।আপনি প্রতিদিন ২বেলা ডাবের পানি বা বেলের শরবত  খান।আপনি আদার রস এবং মধু মিশিয়ে প্রতিদিন খান একবেলা করে।লেবুর শরবতও এক্ষেত্রে ভাল কাজ দেয়।ওরস্যালাইন খান প্রতিদিন ২বার।বাইরের খোলা খাবার খাবেন না, বাইরের খোলা জুস পান করবেন না।।অতিরিক্ত ভাজাপোড়া/চর্বি জাতিয় খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত জল পান করুন। খাবার সংরক্ষণ এর ব্যাপারে সতর্ক  হোন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ