Call

আসলে দেহের কোন ক্ষতি করেনা বা side effect নেই এমন ওষুধ মনে হয় বানানো হয়নি। আর থাকলেও খুবই কম। উচ্চ রক্তচাপের ওষুধ ও আপনার নানা রকম ক্ষতি করতে পারে। আপনার চেষ্টা করতে হবে প্রাকৃতিক পদ্ধতি গুলো অনুসরণ করে এটি নিয়ন্ত্রণ করা। 

আর ওষুধ ছাড়া যদি না হয় সেক্ষেত্রে ডাক্তারের সাথে ভাল মত পরামর্শ করে খাবেন। 

কারণ এক এক ধরণের ওষুধের এক এক রকমের side effect আছে। আর সেই সাথে আরেকটা ব্যাপার হল আপনার কোন ওষুধে আপনার দেহ বেশি react করবে সেটা নির্ভর করবে আপনার শারীরিক অবস্থার উপর। 

যেমন ধরুন কোন ওষুধ লিভার কে আক্রমন করতে পারে, কোনটা কিডনীর কোনটা  হার্টের। তাই একজন ভাল এবং অভিজ্ঞ doctor এর পরামর্শ ছাড়া ওষুধ খাওয়াটা হতে পারে মারাত্মক বিপদের কারণ। 


তথ্যসূত্র


আমার মতে ওষুধ কমিয়ে যে কাজগুলো করা যায় - 

  1. যতটা সম্ভব মানসিক চাপ থেকে দূরে থাকা
  2. রক্তচাপ বাড়ায় এমন খাবার এড়িয়ে চলা
  3. তেতুলের শরবত খাওয়া যেতে পারে 
ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ