Call

Email ভেরিফিকেশন চায় আপনার নিরাপত্তার জন্যই। আপনার Email টি যাতে সুরক্ষিত থাকে, কেউ যাতে আপনার অগচরে আপনার ইমেইলটি ব্যবহার করতে না পারে, অনাকাঙ্খিত দূর্ঘটনা এড়াতে, আপনার নিরাপত্তা কঠোর ভাবে নিশ্চিত করার জন্যই Email সেবাদাতা প্রতিষ্ঠান ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। যাতে করে আপনার ইমেইলটি শুধুমাত্র আপনিই ব্যবহার করতে পারেন। ভেরিফিকেশন থেকে উত্তরনের তেমন কোন উপায় নেই। যখনই নতুন কোন ডিভাইস, বা নতুন কোন স্থান হতে ইমেইলে লগইন করা হয়, আর যদি তা Email সেবাদাতা প্রতিষ্ঠান এর কাছে তা সন্দেহজনক মনে হয়, ঠিক তখনই ভেরিফিকেশনের এই ঝামেলায় পড়তে পারেন। যদিও বিষয়টি ঝামেলা দায়ক , কিন্তু তারপরও বিষয়টি আপনার নিরাপত্তার জন্যই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ