mm kit খাবার ১ দিন পর স্বাভাবিক হালকা রক্তপাত হয় তারপর এর দিন আবার হালকা রক্তপাত হয় তারপর এর দিন সাদা শ্রাব হয়  কিন্তু এখন ও তলপেট টা ফুলা থাকার কারণ কি ? কোন প্রেগন্যান্সির ঝুঁকি আছে কি ? 
Share with your friends
Jamiar

Call

এই পিল সেবনে দুইদিন মাসিকের রক্তপাত হওয়াতে প্রেগন্যান্সির সম্ভাবনা থাকবে না তবে মাসিক ক্লিয়ার না হলে অপেক্ষা করুন মাসিক ক্লিয়ার হবে।

আর তলপেটে ব্যথা,শরীর দুর্বল লাগা,জ্বর আশা,বমি ভাব,মাথা ঘোড়া,এছাড়াও কারো ক্ষেত্রে অধিক যোনি রক্তপাত হতে পারে। ওসব পিলের পার্শ্বপ্রতিক্রিয়া তাই দুশ্চিন্তা করবেন না, এগুলো অসহনীয় হলে গাইনি ডাক্তারের পরামর্শ নিন।
আর হ্যা তলপেটে ফোলা থাকার কোন প্রশ্নই আসে না পিল সেবনের ফলে পেটে অস্থিত বোধ হচ্ছে। আপনি আপাতত pantonix 20 mg খাবেন ১+০+১ খাবার আগে ৩ দিন। সব ঠিক হবে ইনশাআল্লাহ। তবে পার্শ্বপ্রতিক্রিয়া  গুলো অসহনীয় হলে গাইনি ডাক্তারের পরামর্শ নিবেন।
Talk Doctor Online in Bissoy App