দীর্ঘদিন মাসিক(প্রায় ৬মাস) বন্ধ থাকার পর দীর্ঘ অতিরিক্ত রক্ত ক্ষরন হয়৷ ১২ বছরে প্রায় পাঁচ বার এমন হয়েছে৷ অনন্য সময় স্বাভাবিক নিয়মেই মাসিক হয়৷ এর কারণ কি?
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

২১ দিনের কম সময়ে অথবা ৩৫ দিনের বেশি সময়ে রক্তক্ষরণ হওয়া অথবা ৭ দিনের বেশি সময় ধরে রক্তক্ষরণ হলে আপনার উচিৎ চিকিৎসক এর পরামর্শ নেয়া।অনেকসময় অনিয়মিত মাসিক হলে এই সমস্যাটি দেখা যায়।আবার হরমোনের অসামঞ্জস্যতা বা ভারসাম্যহীনতার কারণে,অতিরিক্ত গর্ভনিরোধ বড়ি খাওয়ার ফলে,জরায়ুতে পলিপ /টিউমার হলে,জরায়ুতে কপার টি (IUCD) ধারণ করলেওও এমন সমস্যা হতে পারে।অতিরিক্ত রক্তপাত হলে পর্যাপ্ত বিশ্রাম করতে হবে এবং অবশ্যই চিকিৎসক এর কাছে যেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ