apps open করতে গেলে Screen overly detected (apps permission setting) লেখা আসে, কি করে এর সমাধান পেতে পারি? Symphony i20
Share with your friends
MDSourov

Call
শুরুতেই বলে নেই যে সমস্যাটি নানাবিধ কারনেই হতে পারে,
১। সেটিং এ কিছু এপ্স পারমিশন পরিবর্তন করার মাধ্যমে
২। ডেবোলোপার অপশন এর ত্রুটির কারনে
৩। ইন্সটলকৃত কিছু এপ্স এর জন্য

প্রথমেই দেখতে হবে কোন এপ্সটি আপনার 

apps permission setting

 পারমিশন চাচ্ছে,

স্যামসং ব্যতিত মোবাইলে খুজার জন্য,

Open the Settings
Tap the magnifying glass at the top right
Enter the search term “draw”
Tap Draw over other apps
Alternative route: Apps> [Gear Icon]> Draw over other apps

 কথাটি আসে যা এন্ড্রোয়েড এর ব্যাকগ্রাউন্ড এ কাজ করে এই সমস্যাটি তৈরি করে। নিম্নে এপ্সগুলোর নাম দেয়া হলো,


Clean Master 
CM Security 
iSwipe 
Drupe 
Lux and 
Twilight 
DU Battery Saver - DU Swipe
Batternet VPN

উপরোক্ত এপ্স গুলো ব্যবহার করার পর 

apps permission setting

 সমস্যাটি দেখা দেয় এন্ড্রোয়েড ফোনে।
তাই আপনারা চাইলে উপরোক্ত এপ্স গুলো ফোর্স স্টোপ দিয়ে রাখতে পারেন অথবা আনইন্সটল করে দিতে পারেন।
উভয় ক্ষেত্রেই আপনার 

apps permission setting

 সমস্যাটির সমাধান হয়ে যাবে।


বি:দ্র - সব কাজ শেষ করে আপনি অবশ্যই ফোনটি Restart দিবেন (Mandatory) 
Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ওই আপ্পস টি ব্যাবহার এর জন্য আপ্পস টির ওই ওবারলে পারমিশন টি দিতে হবে। এর জন্য যখন ওই লিখাটি আসবে,তখন ওই লিখার উপর ক্লিক করলে পারমিশন দেয়ার জন্য একটি উইনডো আসবে,সেখানে On করে দিলেই হবে।  

Talk Doctor Online in Bissoy App