Jamiar

Call

হ্যা আপনি খেতে পারবেন  । তবে যদি আপনার  ব্লাড প্রেসার লো থাকে, তার সঙ্গে   শরীরে যেমন হাত, পা ও মুখে পানি জমে ফুলে যায়। এ ক্ষেত্রে চিকিৎসকরা রোগীকে লবণ ও পানি সীমিত পরিমাণে গ্রহণের পরামর্শ প্রদান করে থাকেন এবং ক্ষেত্রবিশেষে শরীর থেকে লবণ ও পানি বের হওয়ার মেডিসিন প্রেসকাইভ করে থাকেন, কাজেই এ ধরনের রোগীদের বেলায় খাওয়ার স্যালাইন গ্রহণ করা রোগীর জন্য বিপদ ডেকে আনতে পারে।   যদি আপনার উক্ত সমস্যা গুলো না থাকে তাহলে খেতে পারেন সমস্যা নেই।

Talk Doctor Online in Bissoy App