HIV আছে কি না? কিভাবে বুঝবো? ঘরোয়া ভাবে বুঝার উপায় আছে কি? 


Share with your friends
RushaIslam

Call

এইচ আই ভি এর লক্ষণগুলি নিম্নরূপ : দেহে লালচে দানা উঠা, প্রচণ্ড মাথা ব্যথা,জ্বর,গলা ভাঙ্গা,জ্বরের মাত্রা বৃদ্ধি পাওয়া, কাশি এবং শ্বাসকষ্টের সমস্যা শুরু হওয়া, হাড়ের জয়েন্টগুলো ফুলে উঠা,ডায়রিয়ায় আক্তান্ত হওয়া,দেহে লালচে দানা উঠা,দৃষ্টিশক্তিতে সমস্যা শুরু হয়,রাতের বেলা অনেক বেশি ঘাম হওয়া,হাটতে সমস্যা হওয়া,ওজন কমে যাওয়া,২-৩ সপ্তাহ ধরে জ্বর থাকা। এই লক্ষণ গুলি দেখা দিলেই চিকিৎসক এর পরামর্শ নিবেন। এছাড়া এরোগ শনাক্ত করার জন্য ঘরোয়া কোনো উপায় নাই।

Talk Doctor Online in Bissoy App