Call

সাইনোসাইটিস, পলিপ, DNS বা রক্তে কোন সমস্যা থাকলে রক্ত আসতে পারে নাক দিয়ে।

অতি দ্রুত একজন নাক কান ও গলা রোগ বিভাগের ডাক্তার কে দেখান।


নাকে জোরে চাপ দিবেন না। 

দু নাক একসাথে জোরে পরিষ্কার করবেন না।

একটি করে নাক আস্তে করে পরিষ্কার করবেন।

সিভিট দিনে ২ বার খাবেন ১০ দিন। 

সর্দির জন্য এন্টিহিস্টামিন ( Tab. Rupadin 10 mg )  প্রতি রাতে ১ টি করে ১০ দিন খাবেন।

আপনাকে এন্টিবায়োটিক সেবন করা লাগতে পারে যা চিকিৎসক দিতে পারেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ