Call

এ বিষয়ে আমি ইনভিজেলেটর এর কাছ থেকে জেনেছিলাম যে, কোন অসুবিধা হবেনা। এক্ষেত্রে বাস্তব একটা কথা বলি। আমি যখন জেএসসি পরীক্ষা দেই তখন আমি রেজিস্ট্রেশন নম্বর লেখতে ভুল করি তখন দাড়িয়ে ইনভেজিলেটরকে বলি যে এখানে কি লিখছি তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। বারবার কাঁটাকাটি করা হয়েছিল। তখন ইনভেজিলেটর বলল, তুমি কি বৃত্ত সঠিকভাবে ভরাট করেছো?। তখন আমি বললাম হ্যাঁ। তিনি বললেন তাহলে কোন সমস্যা হবেনা। এ নিয়ে রেজাল্ট না দেওয়া পর্যন্ত টেনশনে ছিলাম। কিন্তু রেজাল্টের দিন দেখি ঐ বিষয়ের রেজাল্ট এসে গেছে। তাই বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যে, কোন সমস্যা হবার কথা নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

উপরে লেখতে হয় শুধুমাত্র নিজের নিরাপত্তার জন্য। OMR check করতে না পারলে তখন ওইটা দেখা হয়। আপনি যদি বৃত্ত ভুল দাগাইতেন আর না লিখতেন তবে খাতা বাতিল হয়ে যেত      


এখন আশা করা যায় কোনো সমস্যাহবে না।  
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ