আমি আগামী বছর SSC দিবো।এখনো একটা বিষয়ও আমার শেষ হয়নি।এক বছরের মধ্যে পড়লে কি A+পাবো?দৈনিক কতটুকু পড়বো?বি:দ্র:আমার স্কুল ৯-৫টা পর্যন্ত
Share with your friends
Call

এক বছরে আপনার সম্পূর্ণ বই পড়ে শেষ হলেও A+ পাবা খুবই কষ্টকর হবে।কারণ অতিরিক্ত কোনো কিছু একজন মানুষের অল্প সময়ে সাধন করা সম্ভবনা। তবে দেখুন আপনি অতিরিক্ত পড়ে যদি মাথায় ধরে রাখতে পারেন তাহলে A+পাবা খুব সহজ হয়ে যাবে।স্কুল টাইম ব্যাতিত আপনি দৈনিক ৭ থেকে ৮ ঘণ্টা নিয়মিত পড়ুন।তাহলে আশা করা যায় আপনি সাফলো ভাল করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

সফলতার শর্ত হলোঃ আত্মবিশ্বাস ও অধ্যবসায়। আপনি আপনার মনে এ+ পাওয়ার বাসনা সবসময় রাখবেন এবং সে অনুযায়ী চেষ্টা করে যাবেন । আর দৈনিক কমপক্ষে সাড়ে 3 ঘণ্টা থেকে 4 ঘণ্টা মনোযোগ সহকারে পড়তেই হবে। আপনার স্কৃল যেহেতু 9-5 টা, তাই আপনার সুবিধামতো রুটিন করে সে অনুযায়ী পড়বেন । সময় মতো খাওয়া-দাওয়া ও খেলাধূলা করবেন তাহলে মন ফ্রেশ থাকবে। পাশাাপাশি ইবাদত বন্দেগীতে ও মনোনিবেশ করতে হবে।

Talk Doctor Online in Bissoy App