ফাযিল ১ম বর্ষ পরিক্ষায়, আমি ইতিমধ্যে উলূমুল কুরআন ওয়াল হাদিছ ১ম ও ২য় পত্র পরিক্ষা দিয়েছি। আগামীতে, উলূমুল কুরআন ওয়াল হাদিছ ৩য় পত্র দিবো। এখন, আমি জানতে চাচ্ছি যে, উক্ত ৩ টি বিষয় তথা ১ম, ২য় এবং ৩য় পত্র একত্রে হিসাব করে গ্রেড বের করা হবে নাকি পৃথক পৃথক করে আলাদাভাবে গ্রেড বের করা হবে??? অর্থাৎ, আমি ১ম বিষয়ে A+ নাও পেতে পারি। তাই, ভাবছি যদি বাকি বিষয়ে অর্থাৎ ২য় ও ৩য় বিষয়ে ৯০ মার্ক্স পেলে, তা কি ১ম পত্রে যোগ করা হবে????
Share with your friends
Call

হ্যা, যোগ হবে এবং উক্ত ৩ টি বিষয়ের একত্রে গ্রেড বের হবে। 

সুতরাং আপনি প্রথম পত্রে A+ না পেলেও, পরবর্তী বিষয়ে ৯০ বা তার চেয়ে মার্ক পেয়ে A+ তুলতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App