3D গেম মানে কি? 3D গেম চিনব কিভাবে?
Share with your friends
Call

3D গেম গ্রাফিক্সের ক্ষেত্রে এটি অভিন্ন বৈশিষ্ট্য প্রদর্শণ করে। অর্থাৎ, এরকম গেম-এ অধিক পরিমানে গ্রাফিক্স বিদ্যমান থাকে৷ এ গেমসগুলো খেললে প্রকৃতপক্ষে রিয়াল মনে হয়। তাছাড়াও, এসব গেমস খেললে অনেক মজা উপভোগ করা যায়। আর, এগুলোই 3D গেমস চেনার মূল বৈশিষ্ট্য।

Talk Doctor Online in Bissoy App
Call

3D অর্থাৎ হচ্ছে ত্রি ডাইমেনশনাল। অর্থাৎ যাতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। যাকে বাংলায় আমরা বলি ত্রিমাত্রা। 

যে গেমে গ্রাফিক্সে তিনটি মাত্রাই দৃশ্যমান সেই গেমগুলিই হচ্ছে 3D গেম। 3D গেম চেনা খুবই সহজ। এতে যেকোনো কিছুর উচ্চতা তো দেখাই যায়, দুইপাশের প্রস্থ এবং দৈর্ঘ্য দৃশ্যমান হয়। মোটামুটি আসল দৃশ্যের অতি কাছাকাছি দৃশ্য থাকে। সবজিনিসের আকৃতি স্পষ্টভাবে বোঝা যায়। যারা ডাইমেনশন বুঝে তারা শুরুতেই বুঝে ফেলে। 

নিচের ছবিটিতে আপনি 2D ও 3D এর পার্থক্য বুঝতে পারবেন-

image

প্রথম ছবিটিতে শুধুমাত্র প্রাণীটির অবয়ব দেখা গেলেও আকৃতি কীরূপ তা স্পষ্টভাবে বোঝা যায় না। দ্বিতীয়টিতে আকৃতি বোঝা যাচ্ছে। প্রথমটিতে শুধু দৈর্ঘ্য প্রস্থ দেখালেও তৃতীয়টিতে তার পাশাপাশি উচ্চতা বোঝা যাচ্ছে। যদিও উচ্চতা নামকরণ হলেও এ দ্বারা মূলত প্রসারতা বোঝানো হচ্ছে। 

৩D মূলত আয়তন করা যায় এমন বস্তু। নিচের ছবিটি দেখে পুরোপুরি স্পষ্ট হবেন-

image

আশা করি 3D ব্যাপারড়া বুঝেছেন। এটা বুঝলেই 3D গেম কী ও তা চেনার ব্যাপারেও সহজ হয়ে উঠবে 

Talk Doctor Online in Bissoy App