শেয়ার করুন বন্ধুর সাথে

মৃত ব্যক্তির কাছে উপস্থিত ব্যক্তির করণীয়ঃ ক- মৃত্যু ব্যক্তির চোখ বন্ধ করে দেওয়া। তার জন্য কল্যাণকর দোআ করা। কেননা আবু সালামা রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যু বরণ করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চোখ বন্ধ করে দিয়েছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, « ُﻪﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِﻪﻠﻟﺍ ُﻝﻮُﺳَﺭ َﻞَﺧَﺩ َّﻖَﺷ ْﺪَﻗَﻭ َﺔَﻤَﻠَﺳ ﻲِﺑَﺃ ﻰَﻠَﻋ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ :َﻝﺎَﻗ َّﻢُﺛ ،ُﻪَﻀَﻤْﻏَﺄَﻓ ،ُﻩُﺮَﺼَﺑ»َّﻥِﺇ ُﺮَﺼَﺒْﻟﺍ ُﻪَﻌِﺒَﺗ َﺾِﺒُﻗ ﺍَﺫِﺇ َﺡﻭُّﺮﻟﺍ«، :َﻝﺎَﻘَﻓ ،ِﻪِﻠْﻫَﺃ ْﻦِﻣ ٌﺱﺎَﻧ َّﺞَﻀَﻓ»ﺎَﻟ ،ٍﺮْﻴَﺨِﺑ ﺎَّﻟِﺇ ْﻢُﻜِﺴُﻔْﻧَﺃ ﻰَﻠَﻋ ﺍﻮُﻋْﺪَﺗ ﺎَﻣ ﻰَﻠَﻋ َﻥﻮُﻨِّﻣَﺆُﻳ َﺔَﻜِﺋﺎَﻠَﻤْﻟﺍ َّﻥِﺈَﻓ َﻥﻮُﻟﻮُﻘَﺗ«ْﺮِﻔْﻏﺍ َّﻢُﻬﻠﻟﺍ :َﻝﺎَﻗ َّﻢُﺛ ، ﻲِﻓ ُﻪَﺘَﺟَﺭَﺩ ْﻊَﻓْﺭﺍَﻭ َﺔَﻤَﻠَﺳ ﻲِﺑَﺄِﻟ ﻲِﻓ ِﻪِﺒِﻘَﻋ ﻲِﻓ ُﻪْﻔُﻠْﺧﺍَﻭ ،َﻦﻴِّﻳِﺪْﻬَﻤْﻟﺍ َّﺏَﺭ ﺎَﻳ ُﻪَﻟَﻭ ﺎَﻨَﻟ ْﺮِﻔْﻏﺍَﻭ ،َﻦﻳِﺮِﺑﺎَﻐْﻟﺍ ،ِﻩِﺮْﺒَﻗ ﻲِﻓ ُﻪَﻟ ْﺢَﺴْﻓﺍَﻭ ،َﻦﻴِﻤَﻟﺎَﻌْﻟﺍ ِﻪﻴِﻓ ُﻪَﻟ ْﺭِّﻮَﻧَﻭ ». “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন। তখন তার চোখগুলো উল্টো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখগুলো বন্ধ করে দিলেন এবং বললেন, রুহ যখন নিয়ে যাওয়া হয়, তখন চোখ তৎপ্রতি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এ কথাশুনে তার পরিবারের লোকেরা উচ্চস্বরে কেঁদে উঠলেন। তিনি বললেন, তোমরা নিজেদের জন্য অমঙ্গলজনক কোনো দো‘আ কর না। কেননা ফিরিশতাগণ তোমাদের কথার উপর আমীন বলে থাকেন। তিনি তারপর বললেন হে আল্লাহ! তুমি আবু সালামাকে মাফ করে দাও, হিদায়াত প্রাপ্তদের মধ্যে তার দরজাকে বুলন্দ করে দাও এবং তার উত্তরাধিকারীদের মধ্য থেকে প্রতিনিধি নিযুক্ত কর। হে রাব্বুল আলামীন! আমাদেরকে ও তাকে মাফ করে দাও, তার জন্য কবরকে প্রশস্ত করে দাও এবং তার কবরকে আলোকময় করে দাও”। [সহীহ মুসলিম, হাদীস নং ৯২০।] খ- মৃত ব্যক্তিকে চাদর দিয়ে সমস্ত শরীর ঢেকে দেওয়া। আবু সালামা রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, « َﻲِﺿَﺭ َﺔَﺸِﺋﺎَﻋ َّﻥَﺃ ُﻪﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ِّﻲِﺒَّﻨﻟﺍ َﺝْﻭَﺯ ،ﺎَﻬْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻞَﺒْﻗَﺃ :ْﺖَﻟﺎَﻗ ،ُﻪْﺗَﺮَﺒْﺧَﺃ َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ ِﻪِﺳَﺮَﻓ ﻰَﻠَﻋ ُﻪْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ ٍﺮْﻜَﺑ ﻮُﺑَﺃ َﻞَﺧَﺪَﻓ ،َﻝَﺰَﻧ ﻰَّﺘَﺣ ِﺢْﻨُّﺴﻟﺎِﺑ ِﻪِﻨَﻜْﺴَﻣ ْﻦِﻣ ﻰَّﺘَﺣ َﺱﺎَّﻨﻟﺍ ِﻢِّﻠَﻜُﻳ ْﻢَﻠَﻓ ،َﺪِﺠْﺴَﻤﻟﺍ ،ﺎَﻬْﻨَﻋ ُﻪَّﻠﻟﺍ َﻲِﺿَﺭ َﺔَﺸِﺋﺎَﻋ ﻰَﻠَﻋ َﻞَﺧَﺩ ِﻪْﻴَﻠَﻋ ُﻪﻠﻟﺍ ﻰَّﻠَﺻ َّﻲِﺒَّﻨﻟﺍ َﻢَّﻤَﻴَﺘَﻓ َﻒَﺸَﻜَﻓ ،ٍﺓَﺮَﺒِﺣ ِﺩْﺮُﺒِﺑ ﻰًّﺠَﺴُﻣ َﻮُﻫَﻭ َﻢَّﻠَﺳَﻭ ،ُﻪَﻠَّﺒَﻘَﻓ ،ِﻪْﻴَﻠَﻋ َّﺐَﻛَﺃ َّﻢُﺛ ،ِﻪِﻬْﺟَﻭ ْﻦَﻋ :َﻝﺎَﻘَﻓ ،ﻰَﻜَﺑ َّﻢُﺛ»َّﻲِﺒَﻧ ﺎَﻳ َﺖْﻧَﺃ ﻲِﺑَﺄِﺑ َﻚْﻴَﻠَﻋ ُﻪَّﻠﻟﺍ ُﻊَﻤْﺠَﻳ َﻻ ،ِﻪَّﻠﻟﺍ ْﺖَﺒِﺘُﻛ ﻲِﺘَّﻟﺍ ُﺔَﺗْﻮَﻤﻟﺍ ﺎَّﻣَﺃ ،ِﻦْﻴَﺘَﺗْﻮَﻣ ﺎَﻬَّﺘُﻣ ْﺪَﻘَﻓ َﻚْﻴَﻠَﻋ » “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাকে বলেছেন, (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের খবর পেয়ে) আবু বকর রাদিয়াল্লাহু আনহু ‘সুন্হ’-এ অবস্থিত তাঁর বাড়ি থেকে ঘোড়ায় চড়ে চলে এলেন এবং নেমে মসজিদে প্রবেশ করলেন। সেখানে লোকদের সাথে কোনো কথা না বলে আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহার ঘরে প্রবেশ করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হলেন। তখন তিনি একখানি 'হিবারাহ' ইয়ামানী চাদর দ্বারা আবৃত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল উন্মুক্ত করে তাঁর উপর ঝুকে পড়লেন এবং চুমু খেলেন, তারপর কাঁদতে লাগলেন এবং বললেন, ইয়া নবীয়্যাল্লাহ! আমার পিতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ আপনার জন্য দুই মৃত্যু একত্রিত করবেন না। তবে যে মৃত্যু আপনার জন্য নির্ধারিত ছিল তা তো আপনি কবুল করেছেন”। [সহীহ বুখারী, হাদীস নং ১২৪১,।] গ- তবে মুহরিম হলে তাকে ঢাকা হবে না। কেননা মুহরিমের চেহারা ও মাথা ঢাকা হয় না। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, «ﺎَﻤَﻨْﻴَﺑ ْﻦَﻋ َﻊَﻗَﻭ ْﺫِﺇ ،َﺔَﻓَﺮَﻌِﺑ ٌﻒِﻗﺍَﻭ ٌﻞُﺟَﺭ :َﻝﺎَﻗ ْﻭَﺃ - ُﻪْﺘَﺼَﻗَﻮَﻓ ،ِﻪِﺘَﻠِﺣﺍَﺭ ُﻪﻠﻟﺍ ﻰَّﻠَﺻ ُّﻲِﺒَّﻨﻟﺍ َﻝﺎَﻗ - ُﻪْﺘَﺼَﻗْﻭَﺄَﻓ :َﻢَّﻠَﺳَﻭ ِﻪْﻴَﻠَﻋ»،ٍﺭْﺪِﺳَﻭ ٍﺀﺎَﻤِﺑ ُﻩﻮُﻠِﺴْﻏﺍ ،ُﻩﻮُﻄِّﻨَﺤُﺗ َﻻَﻭ ،ِﻦْﻴَﺑْﻮَﺛ ﻲِﻓ ُﻩﻮُﻨِّﻔَﻛَﻭ َﻡْﻮَﻳ ُﺚَﻌْﺒُﻳ ُﻪَّﻧِﺈَﻓ ،ُﻪَﺳْﺃَﺭ ﺍﻭُﺮِّﻤَﺨُﺗ َﻻَﻭ ﺎًﻴِّﺒَﻠُﻣ ِﺔَﻣﺎَﻴِﻘﻟﺍ » “এক ব্যক্তি আরাফাতে ওয়াকূফ অবস্থায় হঠাৎ তার উটনী থেকে পড়ে যায়। এতে তার ঘাড় মটকে গেল অথবা বর্ণনাকারী বলেছেন, তাঁর ঘাড় মটকিয়ে দিল। (এতে সে মারা যায়)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে বরই পাতাসহ পানি দিয়ে গোসল করাও এবং দু’ কাপড়ে তাঁকে কাফন দাও। তাকে সুগন্ধি লাগাবে না এবং তার মাথা ঢাকবে না। কেননা, কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে উত্থিত হবে”। [সহীহ বুখারী, হাদীস নং ১২৬৫।] ঘ- মৃত াদীস নং ১২৬৫।] ব্যক্তিকে গোসল, জানাযা সালাত এবং দাফনের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, «ﺍﻮُﻋِﺮْﺳَﺃ ٌﺮْﻴَﺨَﻓ ًﺔَﺤِﻟﺎَﺻ ُﻚَﺗ ْﻥِﺈَﻓ ،ِﺓَﺯﺎَﻨِﺠْﻟﺎِﺑ ٌّﺮَﺸَﻓ ،َﻚِﻟَﺫ ﻯَﻮِﺳ ُﻚَﻳ ْﻥِﺇَﻭ ،ﺎَﻬَﻧﻮُﻣِّﺪَﻘُﺗ ْﻢُﻜِﺑﺎَﻗِﺭ ْﻦَﻋ ُﻪَﻧﻮُﻌَﻀَﺗ » “তোমরা জানাযা নিয়ে দ্রুতগতিতে চলবে। কেননা, সে যদি সৎলোক হয়, তবে এটা উত্তম, যার দিকে তোমরা তাকে এগিয়ে দিচ্ছ আর যদি সে অন্য কিছু হয়, তবে সে একটি অকল্যাণ, যাকে তোমরা তোমাদের ঘাড় থেকে দ্রুত নামিয়ে ফেলছ”।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বেশি বেশি দোয়া দুরুদ ও কুরআন তিলাওয়াত করা ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ