Call

অতিরিক্ত হৈস্তমইথুনের কারোনে বির্য পাতলা হতে পারে।এখন থেকে আপনি বেশি করে পুষ্টিকর খাবার খাবেন যেমন: দুধ,ডিম,মাছ,মাংস,আপেল,অঙ্গুর ও শাক সবজি জাতিয় খাবার বেশি করে খাবেন।আপনি সকাল ও রাত্রে মধু সহোকারে কালোজিরা খাবেন এবং পাশাপাশি হামদর্দের চিকিৎসা নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jamiar

Call

না! বীর্য পাতলা হওয়া কোন রোগ নয়।  আসলে অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাসের ক্ষেত্রে সাধারণত বীর্য পাতলা হয়।  আর এর থেকে মুক্তির একটাই উপায় হলো হস্তমৈথুন পরিত্যাগ করা এবং স্বাস্থ্যকর  ও পুষ্টিকর খাবার খাবেন নিয়মিত দুধ, সিদ্ধডিম, কালোজিরা খাবেন।   আশা করি সুস্থ্য হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ