Call

আমরা অনেক সময় শয়তানেরর প্ররোচনায় বা তরুন/কিশোর বয়সে যৌবনের তাড়নায় স্বপ্ন দেখি। মাসে ২/৩ বার এই স্বপ্ন দেখলে ক্ষতি হয় না তবে এর বেশি যদি ৬/৮স্বপ্ন দেখেন তাহলে যৌন ডাঃ এর সাথে অবশ্যই পরামর্শ করে ঔষধ খেতে হবে। ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্বপ্নদোষ হল স্বাভাবিক ক্রিয়া প্রত্রেক প্রাপ্ত বয়স্কদের এটা হয়, এটা ক্ষতি নয়।বেশি হলে আলাদা কথা

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ঘুমের মধ্যে কামোদ্দীপক স্বপ্ন দেখে উত্তেজনা হলে তাকে স্বপ্ন দোষ বলে। প্রাণী মাত্রই কামে উত্তেজিত হয়ে থাকে ।ঘুমের মাঝেও আমাদের শারীর বৃত্তিয় কার্যক্রমের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকে । এ সময়ে বীর্য পাত ঘটাই স্বাভাবিক ।কোন ভয় নেই ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা ৷ এটাকে "ভেজাস্বপ্ন " ও বলা হয় ৷ হওয়ার কারণ:- _____________ বয়ঃসন্ধিকালে পুরুষদের স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক৷ তবে এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতেও পারে আবার নাও থাকতে পারে৷ ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় তাকে "সেক্স ড্রিম" ও বলে৷ একজন পুরুষের স্বপ্নদোষ বেড়ে যায়, যদি তিনি টেস্টোসটেরন সমৃৃদ্ধ ঔষুধ গ্রহণ করেন ৷   স্বপ্নদোষ থেকে বাচাঁর উপায়:- ১)ঘুমাতে যাওয়ার আগে প্রসাব করে নিন৷ এতে স্বপ্নদোষের চাপ কমাতে শরীরকে সাহায্য করে৷ ২)রাতের খাবারের পরপরই ঘুমাতে যাবেন না ৷ অল্পকিছুক্ষন হাটা হাটি করুন ৷ ৩)প্রতিদিন পুদিনা পাতা বা মিশ্রি খাওয়ার অভ্যাস করুন৷ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

স্বপ্নদোষ হচ্ছে ঘুমের মধ্যে পুরুষের অতিরিক্ত বীর্য বের হয়ে যাওয়া। সাধারণত প্রতিদিনই বীর্য উতপাদিত হতে থাকে। আর তা বীর্য থলিতে জমা হয়। অতিরিক্ত বীর্য ধারণ করতে না পারলে বা ঘুমের মধ্যে উত্তেজনা বশত বীর্য স্বস্থান ত্যাগ করে। বীর্য বের হতে আসলে ঘর্ষন শর্ত নয়। যেমনটি স্বপ্ন দোষে হয়ে থাকে। ঘুমে আমরা স্বপ্ন দেখি। স্বপ্নে মিলনের সুখ/চরম পর্যায়ে গেলে বীর্য স্ব স্থান আপনাআপনিই  ত্যাগ করে।

এটি একটি পুরুষের স্বাভাবিক ক্রিয়া। তবে অতিরিক্ত হলে ডাক্তারের সাথে পরামর্শ করুন। আজে বাজে ঔষধ সেবন থেকে বিরত থাকুন।

মাসে 8/10 বার হওয়াটা স্বাভাবিক। এর বেশি হলে স্বাস্থ ভেঙ্গে যেতে পারে। সেই অনুযায়ী খানা খেলে কোন সমস্যা হবে মনে হয় না।

পর্ন দেখা/অহেতুক কল্পনা করা স্বপ্নদোষ হওয়ার একটি মন্দ কারণও বটে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ