আমি গত ২৪/৮/২০১৮ তারিখ এ আমার স্ত্রীর সঙ্গে সেক্স করি..তারপর ১২/৯/১৮ তারিখ এ তার পিরিয়ড হয়..কিন্তু এর পরবর্তীতে ১৩/১০/১৮ তারিখ এ তার পিরিয়ড হওয়ার  কথা থাকলেও আজ্ ২৫/১০/১৮ তারিখ পর্যন্ত এখনও হয়নি..এক্ষেত্রে কি আমার স্ত্রীর গর্ভবতী হওয়ার কোনো সম্ভাবনা আছে কি?? জানালে উপকৃত হব।। উল্লেখ্য ২৪/৮/১৮ তারিখ এর পর আমি আমার স্ত্রীর সাথে কোনো সেক্স করিনি!!           
শেয়ার করুন বন্ধুর সাথে
Porimolray

Call

আপনাদের সমস্যাটা 2/3 ভাবে ব্যাখ্যা করা যায় *যেহেতু সেক্স এর পর মাসিক হয়েছে সেক্ষেত্রে বাচ্চা হওয়ার কোন সম্ভাবনা নেই। *আপনার স্ত্রী গর্ভবতী হয়েছিল তবে তার ১২ তারিখে যাকে মিন্স বলছেন সম্ভাবনা যে তার এটা গর্ভপাত ছিল।আর গর্ভপাত এর কারনে মাসিক চক্র শুরু হতে লেট হচ্ছে। *হয়তো ১২ তারিখে তার অন্য কোন কারনে রক্তপাত হয়েছিল এটা মাসিক ছিলনা অথাৎ সে এখনো গর্ভবতী। ****তবে যাই হোক আপনি যৌন বিশেষজ্ঞ/টেষ্ট করে নিশ্চিত হতে পারেন।তাই আমি বলব আপনি মেডিকেলে বা বেবি টেষ্ট কাটি দিয়ে পরিক্ষা করুন।এতেই বোঝা যাবে আসল প্রবলেমটা কোথায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ