ঝাটার কাঠি দিয়ে কান পরিষ্কার করেছিলাম পরিষ্কারের পর থেকে কানে ব্যাথা কানের ব্যাথার কারনে ভিতরে ফুলে গিয়ে লাল হয়েছে ভিতরটা গরম হয়ে গেছে কানে কম শুনতে পাচ্ছি ব্যাথা থেকে বাচবো কি করে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call
পুদিনা পাতা:চিকিৎসা বিঙ্গানে পুদিনা পাতার ব্যবহার ব্যাপক ভাবে হয়ে থাকে। এই পাতা ব্যক্টেরিয়া রোধ করতে পারে।(২-৩ ) ফোটা রস করে কানে নিবেন।সরীষার তেলসরিষার তেলেও ব্যাক্টেরিয়ারোধী উপাদান থাকে। ৩ 4 ফোটা কানে দিবেন।তোয়ালে:একটা ভেজা তোয়ালে স্বাভাবিক গরম পানিতে ভিজিয়ে নিয়ে কানে আস্তে আস্তে পরিস্কার করার চেষ্টা করুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ