আমার ছোটভাই (বয়সঃ২০) কে আজ নাকের অপারেশন করা হয়েছে। অনেকে বলে এটা নাকি স্থায়ী না, বারবার হয়। রাতে ঘুমাতে তার অনেক কষ্ট হয়, নাক আটকে শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার উপক্রম প্রায়। এ অবস্থায় দেরি না করে ইএনটি ডাক্তার দিয়ে অপারেশন করায়ে নিলাম। এ ছাড়া কি আর কোন পদ্ধতি বা চিকিৎসা আছে কি..?  কেউ জানলে অবশ্যই পরামর্শ বা উত্তর দিবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

অপারেশন ছাড়া আর কোন উপায় নেই। কিন্তু আমাদের এইদিকে একজন আছেন যিনি এটার চিকিৎসা করেন।আমার আব্বার ও একই সমস্যা।তিনি ওই লোকের কাছে চিকিৎসা নেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ffxzz

Call

ভাই আমারও এ সমস্যা ছিল। ভাই আমি অপারেশন করাই এবং সফল হয়। ভাই আমি নিয়মিত 10গ্লাস পানি পান করি এতে করে আমার নাক সবসময় খোলা অবস্থায় থাকে এবং শ্বাস প্রশ্বাস নিতে কোনো সমস্যা হয়না। ভাই আপনি আমার দেয়া আমার নিয়মটি পালন করুন চ্যালেন্জ্ঞ আপনি নাক কখনোই বন্ধ হবেনা এবং শ্বাস প্রশ্বাস নিতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

চিকিৎসা : সঠিকভাবে কারণ বুঝে এই রোগের চিকিৎসা দিতে হবে। * রোগীর শরীরে যদি জ্বর থাকে বা ব্যথা হয় তাহলে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে। যেমন: রোগীকে দেওয়া যেতে পারে; ট্যাব নাপা ৫০০ এমজি বা ট্যাব পাইরেক ৫০০ এমজি বা ট্যাব এইস ৫০০ এমজি বা ফাস্ট ৫০০ এমজি বা ট্যাব, রিসেট বা ট্যাব প্যারাসিটামল ৫০০ এমজি ইত্যাদি। খাওয়ার নিয়ম : একটা করে ট্যাবলেট দিনে তিনবার করে ভরা পেটে খেতে হবে। * বেশি করে নাক চুলকালে বা বন্ধ হলে মেবহাইড্রোলিন নাপাডিসাইলেট জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ ট্যাবলেট আকারে পাওয়া যায়। যেমন, ট্যাব, মেরলিন বা ট্যাব, ইনসিভাল বা ট্যাব মেপাডিস বা ট্যাব, মেবাশিন বা ট্রাব, মেড্রলিন ইত্যাদি। খাওয়ার নিয়ম হলো, একটা করে ট্যাবলেট দিনে দুইবার খেতে হবে। * টারফেনাডিন জাতীয় ওষুধ। এই ওষুধ ট্যাবলেট আকারে পাওয়া যায়। যেমন ট্যাবলেট, ডাইনাফেন বা ট্যাব, নোসিজন ইত্যাদি। এই ওষুধ খাওয়ার নিয়ম হলো একটা করে ট্যাবলেট দিনে দুইবার খাওয়াতে হবে। * যদি নাক বন্ধ হয়ে যায় এবং হ্যানছেনি বা শিরশির বন্ধ করার জন্য জাইলোমেটাজলিন জাতীয় ওষুধ ব্যবহার করা হয়। এটি স্প্রে ও ফোঁটা ফোঁটা আকারে ব্যবহার করা হয়। যেমন ড্রপ, এন্টাজন বা ড্রপ, রাইনোজল বা ড্রপ নোভিন ইত্যাদি। এই ওষুধ ব্যবহারের নিয়ম হলো: ছোট শিশুদের জন্য ০.০৫% এবং বয়স্কদের জন্য ০.১% বযস অনুযায়ী দিনে তিন থেকে চার ফোটা করে নাকের ভিতর দিয়ে নিঃশ্বাস টানতে হবে। মনে রাখতে হবে প্রাথমিক অবস্থা থেকে চিকিৎসা নিতে হবে। অন্যথায় জটিলতা বাড়ার আশঙ্কা থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ