Call

(সাঃ) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এর অর্থঃ — তাঁর ওপর রহমত ও শান্তি বর্ষিত হোক। হযরত মুহাম্মদ (সাঃ) এর নামের পর ব্যবহৃত হয়।


(আঃ) আলাইহিস সালাম। এর অর্থঃ — তাঁর উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতা বা নবী রাসুলদের  নামের পর ব্যবহৃত হয়।


(রাঃ) রাদিয়াল্লাহু তায়ালা আনহু। এর অর্থঃ — আল্লাহ তাঁর প্রতি সন্তুষ্ট থাকুক বা তাঁকে রহমতের অন্তর্ভূক্ত করুক। সাহাবীদের নামের পর ব্যবহৃত হয়। মহিলাদের নামের পর আনহা।


(রহঃ) রহমাতুল্লাহ আলাইহে। এর অর্থঃ — তাঁর উপর আল্লাহর রহমত বা দয়া বর্ষিত হোক। তাবেঈদের নামের পর ব্যবহৃত হয়। যারা হযরত মুহাম্মদ (সাঃ) এর সাক্ষাত লাভ করতে পারেনি।


(মাঃ) মাদ্দা জিল্লুহুল আলী। এর অর্থঃ — আল্লাহর কুদরতের ছায়াতলে তাঁকে উচ্চ মর্যাদা সহকারে আল্লাহ দীর্ঘজীবি করুক। জীবিত বুজুর্গ লোকের নামের পর ব্যবহৃত হয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ