আমার বয়স ১৮ বছর ৫ মাস আমার উচ্চতা ৫"৭। আমার বয়স যখন ১৬ বছর তখন থেকে ব্যায়াম করি ২ মাস জিমেও গিয়েছি। অল্প বয়সে অতিরিক্ত ভারি ব্যায়াম করার ফলে আমার উচ্চতা যেন আটকে গেছে। গত দুই বছরে মাত্র ২ ইন্চি লম্বা হয়েছি। এখন আমার উচ্চতা বাড়াতে কি করব? কোনো ওসুধ থাকলে বলেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

অতিরিক্ত ভারি ব্যায়ামের কারণে উচ্চতা বাড়তে 

ব্যাঘাত ফেলে এ ওয়াজ আপনি কোথায় পেলেন...?


এটা আপনার সম্পূর্ণ ভুল ধারনা ও কিছু লোকের মনগড়া 

গল্প।


ব্যায়াম করার ফলে বা জিম করলে উচ্চতা বৃদ্ধিতে 

কোনো নীতিবাচক প্রভাব ফেলে না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ