যদি কেউ সফর করে  এবং রোজা রাখে তাহলে কোনো অসুবিধা হবে । আমি যদি রোজা করা  অবস্থায় 300 কি.মি রাস্তা ট্রেনে করে যাই(6ঘন্টা সময় লাগে) এবং  বাড়ি গিয়ে সঠিক সময়ে ইফতার করি তাহলে কি  আমার রোজা লাগবে?? আমি শুনেছি সফরে রোজা  হয় না । তবে যদি কেউ করতে চাই তাহলে কি করতে পারে । সঠিক উত্তর কাম্য ।।
শেয়ার করুন বন্ধুর সাথে

জ্বী না এমন কোন কথা আমার জানামতে শুনি নাই , আপনি করতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

যদি মুসাফির হয়ে যান তাহলে, আপনি ইচ্ছা করলে সফর অবস্থায় রাখতে পারবেন এটা জায়েজ[ মু,বা] আর যদি না রাখেন তাহলে আপনার ঐ রোজা রমজান মাস শেষে অব্যশয় করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি চাইলে করতে পারেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সফর অবস্থায় হয়না এটা ভুল কথা। সঠিক কথা হল সফর অবস্থায় রোজা রাখা ওয়াজিব নয়। ভাঙ্গার সুযোগ আছে। রাখলে অবশ্যই রোজা হবে এবং সওয়াব হবে। তবে দিগুন সওয়াব হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আল্লাহ কোন কিছুই মানুষের উপর জোর করে চাপিয়ে দেন নি। সফর কষ্টদায়ক বলে সফর থাকালীন তা শীতল করা হয়েছে। আপনি পড়ে তা কাযা আদায় করে নিবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মুসাফিরের জন্য যেটা সহজ সেটাই উত্তম। সফররত অবস্থায় সিয়াম পালন যদি কষ্ট কর হয়ে যায় তাহলে ভেঙ্গে ফেলাই উত্তম। অতি বেশি কষ্টকরে সিয়াম পালন করা ঠিক নয়। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। (সুরা বাকারা) মুসাফির অবস্থায় সিয়াম ভঙ্গ করা জায়েয। সফর যদি বাড়ীতে থাকার মতই আরামদায়ক হয় তাহলে সেক্ষেত্রে সিয়াম পালন-ই উত্তম। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

সফর অবস্তায় রোজা থাকা যায় না এটা ভুল কথা

আপনি যদি সফর 

অবস্তায় রোজা থাকতে পারেন থাহলে থাকেন 

আর যদি না থাকতে পারেন তাহলে সমস্যা নেই,,,





ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ