এর জন্য কোনো প্রকার ডাটা খরচ হওয়ার সম্ভাবনা আছে কি??
Share with your friends

না ভাই লোকেশন অন করে রাখলে কোনো প্রকার ড্যাটা খরছ হয় না । সুবিধার দিক থেকে অনেক সুবিধাই আছে । যেমন- আপনি কোথায় আছেন, তা লোকেশন ট্রেক করে রাখে। ধরুন আপনি অনেক আগে ১টি সেলফি তুলেছিলেন , কিন্তু তা কোথায় তুলছেন তা আপনার মনে আসছে না । তা লোকেশন দিয়ে জানা যায় ইত্যাদি সুবিধা। অসুবিধা: আপনি যদি হ্যাকার, চুর ইত্যাদি না হন, তাহলে কোন অসুবিধা হবে না ।

Talk Doctor Online in Bissoy App

সুবিধা-

আপনার লোকেসন অন রাখলে আপনার ফোন হারিয়ে গেলে আপনি ট্রাক করে ফোনের অবস্থান জানতে পারবেন।
অসুবিধা-
আপনার লোকসন অন্য সবাই দেখতে পারবে। 
আরও সুবিধ ও অসুবিধা রয়েছে আশা করি অনেকে জানাতে পারবে।
Talk Doctor Online in Bissoy App
Call

লোকেশন অনে করে রাখলে আপনি যেখানে আছেন সেখানে কেউ থেকে থাকলে সে ফেসবুকের মাধ্যমে জেনে যাবে। এতে মাঝেমাঝে যোগাযোগ হয়। কিন্তু লোকেশন অন থাকলে এমবি এবং চার্জ দ্রুত কাটে। এটা একটা অসুবিধা। আমার জানা দুটি বললাম।

Talk Doctor Online in Bissoy App