বিস্তারিত পরিপাটিভাবে বলবেন।
শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

মানবিক শাখা থেকে SSC পরীক্ষা দিয়ে 

HSC এর জন্য কমার্স বা অন্য কোন বিভাগ

নিয়ে পড়লে লেখাপড়ায় যে প্রভাব পড়তে 

তা হলো :-

আপনি নবম দশম শ্রেনীতে যে বিভাগ নিয়ে

পড়েছেন কলেজে সেই বিভাগ নিয়ে পড়লে 

আপনার বিভাগীয় সাবজেক্ট গুলো বুঝতে 

কিছুটা সহজ হবে। নবম দশম শ্রেণীর 

গ্রুপের বই গুলোর বিস্তারিত থাকে কলেজের

গ্রুপের বই গুলোতে তাহলে এখন নিজেই

বুঝতে পারছেন বিভাগ পরিবর্তন না করার 

সুবিধা। বিভাগ পরিবর্তন করলে অনেক 

সুবিধা থেকে বঞ্চিত এবং অসুবিধা রয়েছে

যেমন : আপনি আর্টস এর শিক্ষার্থী হয়ে 

থাকলে অবশ্যই ইতিহাস, ভুগোল সহ 

অার্টসের বিষয়গুলো সম্পর্কে অনেকটাই 

অবগত এখন নতুন বিভাগ নিলে (কর্মাস)

নতুন বিভাগের সাবজেক্ট গুলো অনেক কঠিন

মনে হবে। হিসাব বিজ্ঞান, জাবেদা ইত্যাদি 

সম্পর্কে আপনি অবগত নন তাই পড়ালেখা

কঠিন হয়ে যাবে। আপনার ব্যাজের শিক্ষার্থীদের

পিছনে ফেলতে পারবেন না লেখাপড়াতে কারন

গ্রপের বিষয়গুলোতে আপনার থেকে তারা অনেক

অনেক অবগত (তাদের জীবনের মূল্যবান ২ টি বছর

দিয়েছেন পূর্বে) যা আপনার পক্ষে নতুন করে আয়ত্ত

করা অনেক অনেক কঠিন কাজ। 

SSC দিয়েছে আর্টস বিভাগে HSC পড়ছে কমার্স

নিয়ে এ ধরনের শিক্ষার্থী পড়ালেখাতে ভালো কোনো

স্থানে পৌছাতে পেরেছে আমার দৃষ্টিতে দেখতে 

পায় না কখনো শুনি ও নাই তবে এটি সম্পূর্ণ অসম্ভব

তা নয়। 

জীবনের লক্ষ স্থির করুন এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত

নিন। বুদ্ধিমানে রা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া 

ভাবিও না। 

আপনি যেমন বিভাগ পরিবর্তন করতে চাচ্ছেন

ঠিক একই ভাবে অনেক শিক্ষার্থীই আর্টস থেকে

কমার্স/বিজ্ঞান বিভাগ নিয়ে থাকে কিন্তু খোঁজ 

নিয়ে দেখা যায় প্রায় সবাই পরবর্তীতে স্ব স্ব বিভাগে

পড়ছেন, পুনরায় বিভাগ পরিবর্তন করে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ